যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারা টালবাহানা করছে

দক্ষিণ জেলা জামায়াতের মানববন্ধনে শাহজাহান চৌধুরী

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৭:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারাই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়, তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়। কারণ তারা তাদের সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে। তারা চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হলে তারা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, দখল আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।

৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে কর্ণফুলীর শিকলবাহা ক্রসিংয়ে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, ডা. আবু নাছের, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আরিফুর রশীদ, বোয়ালখালী উপজেলা আমির ডা. খোরশেদ আলম, চন্দনাইশ উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দীন, আনোয়ারা উপজেলা আমির মাস্টার আবদুল গণি, কর্ণফুলী উপজেলা আমির মাস্টার মনির আবছার চৌধুরী, কালারপোল থানার আমির মাস্টার নাছির উদ্দীন প্রমুখ। উল্লেখ্য, মানববন্ধনটি কর্ণফুলীর ক্রসিং থেকে শুরু হয়ে কলেজবাজার পর্যন্ত বিস্তৃত ছিল। এই কর্মসূচিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীর (দ.) আদর্শ সমাজে ন্যায়, প্রেম ও মানবতার দিশা দেয়
পরবর্তী নিবন্ধআবুল হোছাইন স্মৃতি সংসদের স্মরণসভা