যারা কোনোদিন মুখে আনে নাই শেখ মুজিবের নাম
তারাও এখন জপে মুজিবুর বুক ভরে দেখলাম
এখানে সবার সুখ, এখানে সবার জয়
দেরিতে হলেও তারাও বুঝেছে মুজিবুর হিমালয়।
না জেনে, না বুঝে, যারা এতদিন করেছে অসম্মান
তারাও এখন প্রাণ খুলে গায় শেখ মুজিবের গান।
তিনি আজীবন সয়েছেন জেল জুলুম অত্যাচার
শত্রুর কাছে মৃত্যুর কাছে মানে নাই কোনো হার
সাহসী অকুতোভয়, বিশ্বাসে বলিয়ান
তিনি দিয়েছেন স্বাধীন স্বদেশ পতাকা সংবিধান।
না জেনে, না বুঝে, যারা এতদিন করেছে কী বিরোধিতা
তারাও বলছে বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা।
মুজিবুর মানে শোষিতের প্রাণ, শোষকের বুকে ভয়
স্বাধীনতাকামী বিশ্বের বুকে তিনি চির বিষ্ময়
অবিনাশী এক নাম,স্বাধীনতা সংগ্রাম
মুজিবুর মানে শেকল ছেঁড়ার আনন্দ উদ্দাম।