যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করেন তাদের মৃত্যু নেই-মুহাম্মদ শাহ আলম

| শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১:৫৩ অপরাহ্ণ

সেগুনবাগান তালীমুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি মরহুম মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব রহ. -এর স্মরণে তাওহিদুল উম্মাহ মাদরাসার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল (৮ আগষ্ট) শুক্রবার এস এ ফ্যামিলি লিমিটেডের চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে মাদ্রাসা মিলননায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল-হামিম ইনস্টিটিউটর প্রিন্সিপাল আরিফুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, আন-নিসা একাডেমির প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি নুর মোহাম্মদ, মাওলানা মাহমুদুল হক, মাওলানা মোঃ আবু তৈয়ব, বিশিষ্ট সমাজসেবক মোঃ জহির উদ্দিন, এসএ ফ্যামিলির কর্মকর্তা সমাজকর্মী মোহাম্মদ ইউসুফ, মুফতি মাওলানা আনোয়ার ইব্রাহিম, মাওলানা মোঃ জুবায়ের।

অনুষ্ঠানের সভাপতি বক্তব্যে মুহাম্মদ শাহ আলম বলেছেন, যারা আল্লাহর পথে কাজ করেন তাদের মৃত্যু নেই। তারা দুনিয়ার সফর শেষ করে আল্লাহর মেহমান হয়ে গেছেন। হাফেজ তৈয়ব সাহেব ছিলেন একজন ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা। ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশুল্ক বিরোধ না মিটলে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নয় : ট্রাম্প
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সিএনজি কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা