মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, তার দেশের সরকার বাংলাদেশের নির্বাচনে ‘কোনো পক্ষ নেবে না’। গতকাল বুধবার ঢাকার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল বাংলাদেশের জনগণের জন্য এবং একমাত্র বাংলাদেশের জনগণই তা নির্ধারণ করবেন। এক সপ্তাহ আগেই মার্কিন কূটনীতিকদের একটি রেকর্ডের তথ্যের ভিত্তিতে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের ‘সবচেয়ে ভালো ফল’ করতে পারে বলে ধারণা করছেন ঢাকায় মার্কিন কূটনীতিকরা। ভোট ঘিরে তাদের এ পর্যবেক্ষণের ভিত্তিতে ইসলামপন্থি দলটির সঙ্গে সম্পর্ক বাড়িয়ে ‘বন্ধুত্বের পথে’ হাঁটতে চাইছে যুক্তরাষ্ট্র। তবে ক্রিস্টেনসেন বলছেন, বাংলাদেশের নির্বাচনে জনগণের ভোটের রায়ই দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যে সরকারকেই নির্বাচিত করুক, আমরা ভবিষ্যতে তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। খবর বিডিনিউজের।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে অগ্রগতি জানতে গতকাল নির্বাচন কমিশনে আসেন ক্রিস্টেনসেন। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। রাষ্ট্রদূত বলেন, আমি আগামী নির্বাচন নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং নির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছি। সিইসির সঙ্গে সাক্ষাতে মার্কিন কূটনীতিকদের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ইসি সচিব আখতার আহমেদও এসময় উপস্থিত ছিলেন।
পোস্টাল ব্যালট ও আচরণবিধি নিয়ে আগ্রহ : ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংসদ ও গণভোটের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছেন মার্কিন রাষ্ট্রদূত ও প্রতিনিধি দল। বিশেষ করে পোস্টাল ব্যালট নিয়ে আগ্রহ ছিল বেশি। কীভাবে পোস্টাল ব্যালট আসছে, গণনা কীভাবে হবে–সার্বিক বিষয়ে তারা জেনেছেন। আমরা পোস্টাল ব্যালটের নমুনা নিয়ে সব দেখিয়েছি। কীভাবে ভোট কাউন্ট করা হবে, কোথায় আসবে, রেফারেন্ডামের ব্যালটের সাথে গণনার সময়সীমা কত, ইত্যাদি ইত্যাদি বিষয়, যেগুলো জানতে চেয়েছেন তিনি। উনারা বলেছেন, ‘এটা বেশি জটিল ও কষ্টসাধ্য বাপার; গুডলাক’।
ভোটের মাঠে আচরণবিধি লক্সঘনের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। সচিব জানান, তারা জানতে চেয়েছেন কোড অফ কন্ডাক্টের কথা, যে বিষয়গুলো আসছে, এগুলো এখানে কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল আছে, ইনকয়ারি কমিটি, ম্যাজিস্ট্রেট যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করে জিনিসগুলো সমন্বয় করা হচ্ছে।
ইসি সচিব বলেন, যুক্তরাষ্ট্র থেকে এবার কোনো পর্যবেক্ষক আসছেন না। তবে দূতাবাস থেকে প্রতিনিধিরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় পর্যবেক্ষণে যাবেন এবং এ বিষয়ে ইসি সহযোগিতা করবে।












