যারাই ক্ষমতায় যাক, সব হত্যা-নির্যাতনের বিচার করতে হবে : তারেক

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৪:৪১ পূর্বাহ্ণ

আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত সব হত্যানির্যাতনের বিচার করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজধানীর গুলশানে হোটেল লেক শোরে ‘বিএনপি আমার পরিবার’ এর উদ্যোগে গুমখুনহত্যানির্যাতনে পরিবারের সদস্যদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, এদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে। সেটি হলো, যে মানুষগুলো এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যেসব পরিবারের ওপরে অন্যায় করা হয়েছে, অবশ্যই সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। খবর বিডিনিউজের।

তিনি বলেন, যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। কারণ অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়তবা দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে। তারেক বলেন, আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, জাতীয়তাবাদী দল বিএনপিকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাইঅগাস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোর বিচার ইনশাআল্লাহ অবশ্যই আমরা করব।

নির্যাতিত পরিবারের সদস্যদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা দয়া করে হতাশ হবেন না, আশা রাখবেন। আমরা এতটুকু যখন এসেছি, ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব।

পূর্ববর্তী নিবন্ধ১০ বছরে উৎপাদন কমেছে ৮০ শতাংশ, দাম বেড়েছে তিনগুণ
পরবর্তী নিবন্ধচীনের সৌর প্যানেল জায়ান্ট লংগি বাংলাদেশে বিনিয়োগ করবে