যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ইব্রাহীম খলিল প্রকাশ খলিল। সে কুমিল্লার বরুড়া এলাকার বাসিন্দা। গত ১৫ এপ্রিল র‌্যাব৭ ও র‌্যাব১১ যৌথ অভিযান চালিয়ে কুমিল্লার লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব৭ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানায়, তিনি বায়েজিদ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০০০ হাজার টাকা অর্থ দন্ডপ্রাপ্ত পলাতক আসমি। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা রয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বরুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব৭।

পূর্ববর্তী নিবন্ধ৩১ দফা স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি
পরবর্তী নিবন্ধকর্মের সাথে ধর্মের সমন্বয় করতে হবে