যানবাহন চলাচলে আইনের যথাযথ প্রয়োগ চাই

| বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

দেশের অগ্রগতি ও যাত্রার মান সহজ করার পিছনে যানবাহনের গুরুত্ব অপরিসীম। আর দুর্ঘটনা এড়ানোর জন্য যানবাহন চলাচলে আইনের সঠিক প্রয়োগ থাকা অত্যন্ত জরুরি। দেশের মানুষের মৃত্যু হারের পিছনে দুর্ঘটনা অন্যতম। প্রতিদিন দুর্ঘটনার নিউজ হয় এবং আহতনিহতের সংবাদ ছাপা হয়। প্রতিদিন এই দুর্ঘটনার পিছনে চালকদের বেপরোয়া গাড়ি চালনা ও দুর্বল আইন প্রয়োগের ফসল। গ্রাম এবং শহর অঞ্চলে দেখা যায় গাড়ি চালকরা সঠিকভাবে মেনে চলছে না ট্রাফিক আইন। উল্টো পথে গাড়ি চালনায় চালকদের এক মহামারি রোগ হয়ে দাঁড়িয়েছে। বেপরোয়া হরন বাজানোর দরুন লক্ষ্য রাখছে না হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এবং গাড়ির সাথে নিষিদ্ধ হরন সাউন্ড সেট করার ক্ষেত্রেও চালকরা অতি উৎসাহী। দেখা যায় যে, এ্যামবুলেন্সের হরন, ফায়ার সার্ভিস ও প্রশাসনিক গাড়িতে যে হরনগুলো রয়েছে তা সাধারণ গাড়িগুলোতেও বাজাতে লক্ষ্য করা যায় যা সম্পূর্ণ আইনবিরোধী। তাছাড়া, গাড়ি চালকরা নিজেদের মধ্যে বেপরোয়া প্রতিযোগিতায় নেমে পড়ে যার কারণে যাত্রিরা অনেক সময় প্রাণহানির শিকার হন। অতএব, প্রশাসনের প্রতি বিনীত নিবেদন যে, যানবাহন চালনায় যে আইনের সীমারেখা রয়েছে তা আরো কঠোরভাবে প্রয়োগ এবং সড়কের পাশে নির্দিষ্ট গতিসীমা সেট করার পাশাপাশি ট্রাফিক বিভাগের আইন লংঘনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন।

আবদুর রশীদ

সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধএকজন দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ