যানজট ভোগান্তি থেকে মুক্তি চাই

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ৬:৩৭ পূর্বাহ্ণ

নাগরিক জীবনে যানজট সমস্যা অন্যতম। বিড়স্বনাপূর্ণ ও অস্বস্তিকর যানজট নাগরিক জীবনকে বেঁধে রেখেছে আষ্টেপৃষ্টে। ব্যস্ততার অধিকাংশ সময় কেটে যাচ্ছে যানজটে। গন্তব্যে পৌঁছাতে ভোগতে হচ্ছে চরম বিড়ম্বনা। রাস্তায় বিশৃক্সখলভাবে ধীরগতি ও দ্রুতগতির যানবাহন চলছে বটে এরই মধ্যে চলছে ওভারটেকের বিপদজনক প্রতিযোগিতা। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ড পরীক্ষা, স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়েও চলছে পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আগ মূহুর্তে মানসিক চাপ বাড়িয়ে দিচ্ছে; যানজট! যা কখনো শুভনীয় নয়। একটি যানবাহন অনেক স্বপ্ন বহন করে। রাস্তার এমন অবস্থা নিমিষে হাজারও স্বপ্নের আলো নিভে যাচ্ছে। যানজট নিরসনে সরকার, ট্রাফিক পুলিশ, গাড়ি চালক ও জনসাধারণ সবাইকে সচেতন হতে হবে। সবাইকে হতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল।

মুহাম্মদ নুর রায়হান চৌধুরী
চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধভাস্কো দা গামা : বিশ্ববিখ্যাত নাবিক
পরবর্তী নিবন্ধবইছে আনন্দধারা