যানজট নিরসনে সিএমপি ট্রাফিক-দক্ষিণের মতবিনিময়

| রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদউল ফিতর উপলক্ষে যানজট নিরসন সংক্রান্ত বিষয়ে মার্কেটশপিংমল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, পরিবহন মালিকশ্রমিক সমিতি ও হকার্স নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিকদক্ষিণ বিভাগের এক মতবিনিময় সভা গতকাল শনিবার ট্রাফিক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপপুলিশ কমিশনার (ট্রাফিকদক্ষিণ) সকল নেতৃবৃন্দের বক্তব্য শুনে রমজান মাসে শপিং মল ও মার্কেট কেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও যানজট নিরসনসহ ক্রেতা সাধারণ যাতে নির্বিঘ্নে ঈদের কেনাকাটা করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিকদক্ষিণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রইছ উদ্দিনসহ নগরীর ট্রাফিকদক্ষিণ বিভাগের অধীন বিভিন্ন মার্কেট, শপিংমল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহন মালিকশ্রমিক নেতৃবৃন্দ, হকার্স ও হোটেল মালিকশ্রমিক সমিতির নেতৃবৃন্দ।

রমজান উপলক্ষে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে নির্দেশনাগুলো হলবড়ছোট সকল মার্কেট ও শপিংমল কেন্দ্রিক যানজট নিরসনের লক্ষ্যে রাস্তা ও মার্কেটের সামনে পার্কিং করা যাবে না। মেইন রোড কেন্দ্রিক মার্কেটসমূহের সম্মুখ রাস্তার প্রবেশ পথ নিজস্ব জনবল দিয়ে পরিষ্কার রাখা ও আগত যানবাহনে শৃঙ্খলা রক্ষা করতে হবে; রিকশা, সিএনজি অটোরিকশা ও হকার মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে। রাস্তা দখল করে দাঁড়ানো কিংবা ডাবল লাইনে পার্ককৃত যানবাহন অপসারণ করা হবে। সকল গুরুত্বপূর্ণ ফুটপাতে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে ভাসমান দোকানপাট অপসারণ করা হবে। দিনে ভারী যানবাহন রাস্তার পাশে রেখে দোকান বা মার্কেটের মালামাল লোডআনলোড থেকে বিরত থাকতে হবে। ব্যবসায়ী সমিতি কর্তৃক রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদপূর্বক ফুটপাত ও সড়কে নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে হবে। যানবাহন চলাচলের সকল রাস্তায় সংশ্লিষ্ট সমিতির নিজস্ব লোকবল দিয়ে হকারমুক্ত রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় সুকুমার চৌধুরীর সমর্থনে পথসভা
পরবর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের আলোচনা সভা