জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়াকে আধুনিক ও দৃষ্টিনন্দন শহরে রূপান্তর করতে ব্যাপক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পটিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা উচ্ছেদ করে সে এলাকাকে সিআরবির মত করে সাজানো হবে। শান্তির হাটে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে ওভারপাস নির্মাণ ও বাজার এলাকায় করা হবে আধুনিক কিচেন মার্কেট। এছাড়া বাইপাস সড়কের উভয়পাশে স্থাপন করা হবে সোডিয়াম লাইট। তিনি গতকাল রোববার পটিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে এ কথা বলেন। পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলামের সভাপতিত্বে ও ইউএনও ফয়সাল আহমেদের সঞ্চালনায় সভায় উপজেলা আ. লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ওসি রেজাউল করিম মজুমদার, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, চেয়ারম্যান এ কাসেম, ইনজামুল হক জসিম, মাহবুবুর রহমান, সরোজ কান্তি সেন নান্টু, এহসানুল হক, গাজী ইদ্রিছ, শফিকুল ইসলাম, মো. বখতিয়ার, আবুল কালাম ভোলা, এম এ হাসেম, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।












