যানজট নিরসনে লাঠি হাতে রাস্তায় বাঁশখালীর পৌর মেয়র

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

প্রধান সড়কে লাঠি হাতে গাড়ি সরিয়ে যানজট নিরসন করার জন্য কাজ করছেন বাঁশখালীর পৌর মেয়র অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন।

বাঁশখালীর একমাত্র প্রধান সড়কের পৌরসভার মিয়ার ও উপজেলা সদরে যখনই যানজট হয়, তখনই চলাচলের পথে জটের দৃশ্য দেখলে সাথে সাথে গাড়ি থেকে নেমে যানজট নিরসনে ভূমিকা পালন করেন মেয়র। গতকাল বুধবার একইভাবে যানজট সৃষ্টি হলে মেয়র গাড়ি থেকে নেমে লাঠি হাতে নিয়ে গাড়িকে সারিবদ্ধ করে জট নিরসন করেন।

পূর্ববর্তী নিবন্ধনির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা করবে পরিবার
পরবর্তী নিবন্ধথেমে নেই মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি