যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান

বন্দর-ইপিজেড এলাকায় সর্বস্তরের মানববন্ধন

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৪:৫০ পূর্বাহ্ণ

অসহনীয় যানজটে প্রতিদিন দুর্বিশহ জীবন যাপন করছে বন্দরইপিজেডপতেঙ্গা এলাকার প্রায় ১০ লক্ষ মানুষ। এ অঞ্চলের যানজট নিরসনকল্পে “বন্দর ইপিজেড পতেঙ্গা সচেতন নাগরিক সমাজ” এর উদ্যোগে গতকাল নগরীর সল্টগোলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত এক শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যাংকার নিজাম উদ্দীন মোঃ মামুনের সঞ্চালনায় ও মাওলানা সেলিম রেজার পবিত্র কুরআন তেলাওয়াত এবং বিশিষ্ট সংগঠক হাজী মোঃ ফয়সলের স্বাগত বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম শুরু হয়। ৩৮, ৩৯ ও ৪০নং ওয়ার্ডের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষিকা, ছাত্রছাত্রী, মসজিদের ঈমাম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে হাজার হাজার এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ইতিমধ্যে যানজটের মধ্যে পড়ে অত্র এলাকার একজন অসুস্থ ব্যবসায়ী চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। অত্র এলাকার হাজার হাজার স্কুল, কলেজ, মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী প্রতিনিয়ত তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে অমানবিক দুর্ভোগে পড়তে হচ্ছে। তাই উক্ত মানববন্ধন থেকে যানজট নিরসনকল্পে এলাকাবাসী সল্টগোলা ক্রসিং থেকে ইপিজেড পর্যন্ত রাস্তার দুই পাশে কোন গাড়ী পার্কিং না করা, অবৈধ হকার্স ও দোকন পাট উচ্ছেদ করে পথচারীদের যাতায়াতের জন্য ফুটপাত পরিস্কার রাখা, বন্দরের গাড়ী গুলো বন্দরে ঢুকার সময় শৃঙ্খলা রক্ষা করা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করাসহ বেশকিছু দাবি উপস্থাপন করে এবং দ্রুত দুর্বিসহ যানজট থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন ডাঃ নুরুল আলম, ডাঃ মোঃ ইমতিয়াজ, বন্দর থানা সিটিজেন ফোরামের সভাপতি হানিফ সওদাগর, রোকন উদ্দীন মোঃ খলিল, শিক্ষক নাছিম উদ্দীন, শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক মনছুর আলম, অধ্যক্ষ বদিউল আলম বিজভী, সাংবাদিক মোহাম্মদ হোসেন, জহির উদ্দীন, মোঃ শাহজাহান, মুজিবুল হক বকুল, মোঃ আজম উদ্দীন, তাজ উদ্দীন তাজু, মোঃ সেলিম, সাংবাদিক ফয়সাল হাসান জনি, আব্দুল্লাহ ওমর বাহাদুর, নাহিদুল ইসলাম, শাহেদা খানম, মোঃ নুরুদ্দিন, হাজী মোঃ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শ্বশুর আটক
পরবর্তী নিবন্ধআলিফ হত্যাসহ ৫ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর