লোহাগাড়ায় ২৪ যানবাহন আটক

যানজট নিরসনে অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় যানজট নিরসনে অভিযান চালিয়ে ২৪ যানবাহন আটক করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলা সদর বটতলী স্টেশন ও পদুয়া স্টেশনে এ অভিযান পরিচালনা করেন থানা পুলিশ।

আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে ৭টি ঈগল পরিবহনের বাস, ১০টি সিএনজি টেক্সি ও ৭টি ব্যাটারি রিকশা।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, যানজট নিরসনে অভিযান চালিয়ে যত্রতত্রভাবে পার্কিং করায় ২৪ যানবাহন আটক করা হয়েছে। আটককৃত যানবাহনের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধচীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় রান্না ঘরের আগুনে পুড়ল ৪ বসতঘর