যানজট এড়াতে বাইকে চড়ে কাস্টম হাউসে গেলেন বিজিএমইএ নেতারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টম হাউসে পূর্ব নির্ধারিত সভায় যোগ দেয়ার পথে তীব্র যানজটের মুখে পড়েন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম এবং সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী। দীর্ঘ দেড় ঘণ্টা অপেক্ষার পর অবশেষে হাঁটা শুরু করেন দুইজন। উপায় না দেখে মোটরসাইকেলে রাইড শেয়ার নিয়ে গন্তব্যস্থলে পৌঁছেন। গতকাল বেলা ১১ টার দিকে হালিশহর পিসি রোডে এ ঘটনা ঘটে। জানতে চাইলে সৈয়দ নজরুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, দুপুর ১২টায় চট্টগ্রাম কাস্টম হাউসে আমাদের পূর্বনির্ধারিত সভা ছিল। আমরা সকাল ১০টায় নগরের জাকির হোসেন সড়কের বিজিএমইএ ভবন থেকে কাস্টম হাউসের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পিসি রোড ধরে হালিশহর এঙেস রোডের মাথায় যাওয়ার পর মনে হলো তীব্র যানজটের কারণে গাড়িতে গেলে সভায় যোগ দিতে পারব না। তাই রাইড শেয়ারিং অ্যাপে দুইটি বাইককে আসতে বলি। ইতিমধ্যে আমরা কিছুটা পথ হেঁটেছিও। বাইক আসার পর কিছুটা ঘুরপথে অলিগলি ঘুরে কাস্টম হাউস পৌঁছি। তা-ও আধঘণ্টার মতো দেরি হয়ে গেছে। যানজটের কারণে নগরবাসী কষ্ট পাচ্ছে। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য সুষ্ঠু নগর পরিকল্পনার পাশাপাশি ট্রাফিক বিভাগ ও নগরবাসীকে সচেতন হতে হবে।

পূর্ববর্তী নিবন্ধহাতে কামড়ের দাগ দেখে গ্রেপ্তার খুনি
পরবর্তী নিবন্ধ২৮ চোরাই মোবাইলসহ গ্রেপ্তার দুই