নগরীতে যানজট নতুন কোন বিষয় নয়। স্বচ্ছন্দে ও দ্রুত চলাচলের সুবিধা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। রাস্তায় যানজটে পড়তে হবে এ নিয়তি মেনে নিয়েই যেন এখন নগরবাসী কর্মক্ষেত্রে রওনা দেন। কর্মস্থলে পৌঁছতে পর্যাপ্ত সময় হাতে নিয়েও অনেকে যথাসময়ে পৌঁছতে পারেন না। বিশ্বের কোন শহরে নগরবাসীকে এমন দুর্ভোগে পড়তে হয় কিনা আমাদের জানা নেই। অথচ নগরীর যানজটের যতগুলো কারণ রয়েছে তা সকলের জানা। যানজটের কারণে দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। যানজটের কারণে শুধু নগরীতে যে পরিমাণ ক্ষতি হয়, তার হিসেব বিভিন্ন সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। পরিসংখ্যান থেকে দেখা যায় বছরে ১৫ হাজার কোটি টাকার উপরে। মানুষের কর্মঘণ্টা নষ্ট হয় ৩০ লাখ। বছরের পর বছর ধরে এ ক্ষতি হচ্ছে এবং তা বৃদ্ধি পাচ্ছে। এ হিসেব থেকে বুঝতে অসুবিধা হয় না আগামী বছরগুলোতে ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে। এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে তারও কার্যকর কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। আনন্দের বিষয় নব নির্বাচিত মেয়র তার কর্ম পরিকল্পনায় যানজট নিরসনের উদ্যোগের কথা বলেছেন-তাই আমরা নগরবাসী তার কর্মপরিকল্পনাকে স্বাগত জানাই এবং প্রত্যাশা করি সহসাৎ বাস্তবায়নের জন্য।
-এম. এ. গফুর, বলুয়ারদীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।