যানজটের কবলে মন্ত্রীও

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ৫:৩৮ পূর্বাহ্ণ

কালুরঘাটে যানজটের কবলে পড়লেন খোদ রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গতকাল সকাল সাড়ে ১০টায় রেলমন্ত্রী কালুরঘাটের বিদ্যমান সেতু ও প্রস্তাবিত রেল কাম সড়ক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরির্দশনে ব্রিজের পশ্চিম পার্শ্বে এসে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুল নেওয়ার পর মন্ত্রী বোয়ালখালী যাওয়ার জন্য গাড়িতে উঠার সাথে সাথে সেতুর পূর্ব পাশ (বোয়ালখালী অংশ) থেকে গাড়ি ছেড়ে দেয়া হয়। এসময় ছোট-বড় প্রায় অর্ধ শতাধিক যাত্রীবাহী ও পাবলিক গাড়ি সেতুতে উঠে যায়। এতে প্রায় আধ ঘণ্টা যানজটে আটকে থাকার পর ১১টায় মন্ত্রী গাড়ি থেকে নেমে হেঁটে ব্রিজের অর্ধেকের বেশি পার হয়ে যান। এসময় সাংসদ মোছলেম উদ্দিনসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মন্ত্রী হাঁটতে হাঁটতে পুরাতন কালুরঘাট সেতুর অবস্থা পর্যবেক্ষণ এবং নতুন সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পরে মন্ত্রী গাড়িতে ওঠে সেতুর পূর্ব পাড়ে আয়োজিত পথ সভায় উপস্থিত হন।

পূর্ববর্তী নিবন্ধরেল ও সড়ক সেতু একসঙ্গে
পরবর্তী নিবন্ধ৭ মার্চকে ‘ঐতিহাসিক দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন