যাত্রী সেজে প্রবাসীর ৫ লাখ টাকা ছিনতাই, মলমপার্টির সদস্য গ্রেফতার

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক | শুক্রবার , ১২ জুলাই, ২০২৪ at ৮:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রী সেজে প্রবাসীর ৫ লাখ ১০ হাজার টাকাসহ মোবাইল ছিনতাইয়ের ঘটনায় আবুল কালাম হাওলাদার (৫৫) নামে আরও এক মলমপার্টির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার কাছ থেকে কোন টাকা উদ্ধার হয়নি।

গতরাত বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ বাজারের ব্যাংক পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সে পূর্ব গ্রেফতারকৃত আসামি মো. মাসুম (৪৬) এর অন্যতম সহযোগী ছিলো। ঘটনার দিন সে প্রবাসীকে হাত চেপে ধরে মারধর করে এবং ছিনতাইয়ের ঘটনায় ২০ হাজার টাকা ভাগ পান বলে স্বীকার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. হেলাল উদ্দিন।

গ্রেফতার আবুল কালাম হাওলাদার বরিশাল জেলার কাউনিয়া থানার রাজালিয়া হাওলাদার বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। বর্তমানে নগরীর বায়েজিদ শেরশাহ এলাকায় থাকেন।

জানা যায়, গত ৪ জুলাই রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক মোড় পার হয়ে শিকলবাহা মাজার গেইট এলাকা যেতেই দুবাই প্রবাসীর চোখে মুখে মলম ছিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যান।

পরে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. আলমগীর (৪৮) বাদী হয়ে সিএনজি চালক ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে (৬ জুলাই) রাতে থানায় মামলা করেছিলেন।

এ প্রসঙ্গে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘প্রবাসীকে ছিনতাইয়ের ঘটনায় এর আগেও একজনকে গ্রেফতার করে সিএনজিসহ ৬ হাজার জব্দ করা হয়েছিলো। গতরাতে আরও একজন মলমপার্টির সদস্যকে গ্রেফতার করা হয়। যে ওই ঘটনায় ২০ হাজার টাকা ভাগ পান বলে স্বীকারোক্তি দিয়েছেন। বাকিটা আইনি প্রক্রিয়াধীন।’

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পল্লী ডাক্তারের ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ
পরবর্তী নিবন্ধচান্দগাঁওতে নিখোঁজ জহুরের লাশ কর্ণফুলীর পুকুর থেকে উদ্ধার