চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল অভ্যন্তরীণ রুটের ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ঠিকভাবে চলেছে। চট্টগ্রাম–ঢাকা রুটের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো যাত্রী সংকটের কারণে বাতিল হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো সিডিউল অনুযায়ী চলাচল করলেও বেসরকারি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ইউএস বাংলার চট্টগ্রাম–ঢাকা রুটে ৪টি ফ্লাইট, এয়ার এস্ট্রা ৩টি ফ্লাইট এবং নভো এয়ার একটি ফ্লাইট বাতিল করে। যাত্রী সংকটের কারণে ফ্লাইটগুলো বাতিল করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, অভ্যন্তরীণ রুটের ৮ ফ্লাইট বাতিল করা হলেও অন্যান্য ফ্লাইটগুলো ঠিকভাবে চলাচল করেছে।