যাত্রী ছাউনি দখলে নিয়ে মাংসের দোকান, জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

নগরের কর্নেল হাটে যাত্রী ছাউনি অবৈধভাবে দখলে নিয়ে মাংসের দোকান বসানোর অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অবৈধভাবে মাংসের দোকান বসানোর ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অভিযানে মাংসের দোকানটি উচ্ছেদ করে যাত্রী ছাউনী অবৈধ দখলমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে ‘লিটারেরি পারফর্ম্যান্স ডে’
পরবর্তী নিবন্ধপ্রতিকূল পরিবেশে সেবা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে