যাত্রীর বেশে টেক্সি ছিনতাই

হাত-পা, মুখ বেঁধে চালককে মারধর

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

চন্দনাইশে ভাড়ায় নিয়ে চালকের হাতপা ও মুখ বেঁধে সিএনজিচালিত টেক্সি ছিনিয়ে নিয়েছে যাত্রীবেশে একদল ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীরা চালককে বেদম মারধর করে। গত মঙ্গলবার বিকেলে খানহাটধোপাছড়িবান্দরবান সড়কের ৩ নাম্বার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চালক মো. মিজানুর রহমান উপজেলার বৈলতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ জাফরাবাদ গ্রামের মৃত আহমদ ছফার ছেলে।

জানা যায়, ঘটনারদিন বিকেলে যাত্রী বেশে দুই ছিনতাইকারী সিএনজি টেক্সি চালক মিজানুরকে দোহাজারী বাজার থেকে ভাড়া করে। ছিনতাইকারীরা চালককে বলেতারা মিনি বান্দরবান খ্যাত খানহাটধোপাছড়িবান্দরবান সড়কে ঘুরতে যাবে। ৯০০ টাকা ভাড়ার বিনিময়ে ওই দুই ছিনতাইকারীকে নিয়ে সিএনজি চালক খানহাটধোপাছড়িবান্দরবান সড়কে প্রবেশ করে। পরবর্তীতে ওই সড়কের ৩ নাম্বার ব্রিজের পরে ইটের রাস্তা দিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ লট এলাহাবাদ এলাকায় গহীন পাহাড়ের ভিতরে যায়। সেখানে সিএনজি থামানোর পর ওই স্থানে আগে থেকে লুকিয়ে থাকা ছিনতাইকারী দলের আরো দুই সদস্য যোগ দেয়। এ সময় ৪ ছিনতাইকারী মিলে গামছা দিয়ে চালক মিজানুরের হাতপা ও মুখ বেঁধে মারধর করে তাকে গহীন জঙ্গলে ফেলে রাখে। একপর্যায়ে ছিনতাইকারীকে চালকের ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকাসহ তার টেক্সিটি নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। পরবর্তীতে ওই স্থানে ঘুরতে যাওয়া লোকজন হাতপা বাঁধা অবস্থায় মিজানুরকে দেখতে পেয়ে উদ্ধার করে। পরে টেক্সির মালিক মোহাম্মদ ইউনুসকে ফোনে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে চালককে নিয়ে থানায় যান। পরে অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চালক মিজানুর রহমান।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ শুরু করেছে। ছিনতাইকৃত সিএনজিটি উদ্ধার এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যের ঠিকাদার মিঠুর বিরুদ্ধে মামলা করবে দুদক
পরবর্তী নিবন্ধপিসি রোড ওয়াপদা মোড়ে ওভারব্রিজের দাবি