যাত্রীবেশে সিএনজিযোগে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
তারা হলেন, বাঁশখালীর কাথারিয়া এলাকার মাহমুদুর রহমানের ছেলে মো. আরিফ ও নোয়াখালী জেলার হাতিয়ার জাহাজমারা এলাকার আমিরুল ইসলামের ছেলে মো. রফিক উদ্দিন। গত মঙ্গলবার রাতে কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সিএনজিযোগে ঘুরে ঘুরে ছিনতাই কাজ করেন। এ ঘটনায় ভুক্তভোগী একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।