যাত্রীবেশে গাড়ি ছিনতাই

মীরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৪৮ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় ছিনতাই হওয়া একটি প্রাইভেট কারসহ ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এরা যাত্রীবেশে বিভিন্ন সময় সিএনজি টেক্সি থেকে শুরু করে প্রাইভেট কার এবং ছোটবড় বিভিন্ন যানবাহন ছিনতাই করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে সীতাকুণ্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের সেকানদার মিয়ার ছেলে মিজানুর রহমান সাদ্দাম (২৪), মীরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি এলাকার রবিউল হোসেনের ছেলে আরাফাত হোসেন রনি (২৩), চট্টগ্রাম ফ্রি-পোর্ট এলাকার মো. ওসমানের ছেলে তুষার (২২), সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মো. শহিদ (২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকার মৃত বজলুল হকের ছেলে মো. বক্কর (২৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. মহসিন (২৩), ভাটিয়ারী হাতেম পাড়া এলাকার মো. রফিকের ছেলে রবিউল হোসেন (২৪), কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মো. ইউসুফের ছেলে রাকিব হোসেন (২০) ও লক্ষ্মীপুরের ছন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদুর রহমান (২৩)। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মীরসরাই থানার সেকেন্ড অফিসার রাজিব চন্দ্র পোদ্দার জানান, আটককৃতরা স্বীকারোক্তিতে জানায়- বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী বেশে ছিনতাই করত তারা। একই সাথে মহাসড়কে রড মেরে ওরা গাড়ি ডাকাতি করত। মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান জানান, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআমিলাইশে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
পরবর্তী নিবন্ধনিয়মিত বাজার মনিটরিং করার আহ্বান