সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় লেগুনার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। চয়েস পরিবহনের ঢাকামুখী একটি বাসের চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা লেগুনায় ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
নিহত যাত্রীর নাম জ্যোৎস্না বেগম (৫৫)। তিনি সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন– উপজেলার ছোটদারোগাহাট এলাকার দুই ভাই মো. আরমান (১২), মো. এমরান (৮) ও তাদের দাদা আবজল গণি (৬৩) এবং উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাসিন্দা রোহান (১৩)।
দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, দুর্ঘটনার সময় লেগুনায় থাকা জ্যোৎস্না বেগম গুরুতর আহত হয়েছিলেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত লেগুনা ও চয়েস পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।