কক্সবাজার শহরে আসা একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করেছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে হেরোইনের একটি বড় চালান কক্সবাজারে প্রবেশ করবে– এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিকদল কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার নামক স্থানে মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে সকাল ৯টার দিকে কক্সবাজারগামী বাসটি বাংলাবাজারে পৌঁছলে তল্লাশি করে মালিকবিহীন একটি ব্যাগ থেকে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।