যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার

মীরসরাইয়ে ২ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৪

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ৯:৫৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে ১৮শ পিস ইয়াবাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে নুর আহাম্মদ (৪২), একই ইউনিয়নের ছিরারটেক এলাকার আব্দুছ ছাত্তারের ছেলে আব্দুছ ছবুর, উখিয়া উপজেলার কুতুপালং আন রেজিস্টার ক্যাম্পের ফিরোজ আলমের ছেলে নুরুল হক (৪২) ও একই ক্যাম্পের নুর ছালামের ছেলে মো. ইউনুস (৩০)।

মীরসরাই থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্ততে দুপুরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চার মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮শ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে দুজন রোহিঙ্গাও আছে। ওসি আরও বলেন, তারা ইয়াবাগুলো কঙবাজার থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএমএফএসে মাসে ২০০ থেকে ৩০০ কোটি টাকার হুন্ডি
পরবর্তী নিবন্ধজঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি