করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে সপ্তাহব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে কাল থেকে চট্টগ্রামসহ সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে এ সময় মালবাহী ট্রেন চলাচল করবে। গতকাল শনিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
এ ব্যাপারে রেলওয়ে চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার রতন কান্তি চৌধুরী বলেন, ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকল যাত্রীবাহী আন্তঃনগর ও মেইল ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে খাদ্যসহ পণ্যবাহী ট্রেন চলাচল করবে।












