লোহাগাড়ার আধুনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় উভয় বাসের চালকসহ প্রায় ৩০ যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন গ্রীণ লাইন পরিবহনের চালক মো. ইদ্রিস (৫৫), লোহাগাড়ার চুনতি ইউনিয়নের বেলাল উদ্দিন (৩৫), কক্সবাজারের রামু থানার রশিদ নগর এলাকার মো. সাদেক হোসেন (২৭), একই জেলার বাহারছড়ার আবু বক্কর ছিদ্দিক (৫০), ঈদগাও এলাকার সাইফুল ইসলাম (২৪), চকরিয়া উপজেলার সালমা বেগম (৬০) ও রোকেয়া বেগম (৫০)। আহত অন্যদের নাম, ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী গ্রীণ লাইন পরিবহনের ডাবল ডেকারের শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সাথে বিপরীতমুখী পূরবী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পূরবী বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে উভয় বাসের চালকসহ প্রায় ৩০ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
পূরবী বাসের যাত্রী আবু বক্কর ছিদ্দিক বলেন, শুরু থেকেই বাসটি বেপরোয়া গতিতে চলছিল। অনেক যাত্রী চালককে অনুরোধ করেছিল বাসের গতি কমানোর জন্য। কিন্তু চালক যাত্রীদের কোনো কথাকেই গুরুত্ব দেয়নি। বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস ২টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।