যাত্রামোহনের বাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে চসিক প্রশাসকের চিঠি

যাদুঘর প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়ার আহ্বান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ জানুয়ারি, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি রক্ষায় অনুরোধ জানিয়ে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। চিঠিতে তিনি চট্টগ্রামের বিপ্লবী তথা তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি রক্ষার্থে যাদুঘর প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। পত্রে সুজন লিখেন, ২০১৮ সালের ৯ জুলাই সংস্কৃতি মন্ত্রণালয়ের সভায় চট্টগ্রামে মাস্টারদা সূর্যসেনসহ ব্রিটিশবিরোধ আন্দোলনের সকল স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের স্মৃতি রক্ষার্থে যাদুঘর প্রকল্প প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছিল। চট্টগ্রামের সচেতন নাগরিকগণের মতে এই সিদ্ধান্তের বাস্তবায়ন করা যেতে পারে ঐতিহাসিক যাত্রামোহন সেন ভবন ও ভবনের স্থানকে সংবিধানের ২৪নং অনুচ্ছেদের আলোকে বিকৃতি, বিনাশ বা অপসারণ থেকে রক্ষা করে।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধআনোয়ারা উপকূলে ইয়াবার বিশাল চালান খালাস!