আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো–ভিসি ড. আবু বকর রফিক আহমেদ বলেছেন, যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোকন। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হল সালাত এবং যাকাত। কোরআন মজীদে বহু স্থানে সালাত–যাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ ছওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি বাকলিয়া এঙেস রোডস্থ একটি কনভেনশন হলে চকবাজার থানা ইউনিট জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী ও এসিস্ট্যান্ট সেক্রেটারি শহীদুল্লাহর সঞ্চালনায় শিক্ষা বৈঠকে আরও বক্তব্য দেন, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।
এ সময় আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, আব্দুর রাকিব, মুহাম্মদ এরশাদুল ইসলাম, মুহাম্মদ খালেদ জামাল, চকবাজার দক্ষিণ ওয়ার্ড সভাপতি হাফেজ ফিরোজ সিদ্দিকি, সাইফুদ্দিন খালেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।