যাকাতের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছাড়া দারিদ্র্যকে শূন্যে আনা সম্ভব নয়

আইআইইউসি’র ইবি বিভাগের বিদায়-বরণে ড. আলী আজাদী

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, যাকাতের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছাড়া দারিদ্র্যকে শূন্যে আনা সম্ভব নয়। অর্থনীতির শিক্ষার্থীরা এই পরম সত্যটা উপলব্ধি করতে না পারলে দেশের অর্থনীতির চিত্র পাল্টানো যাবেনা।

তিনি গতকাল মঙ্গলবার আইআইইউসি মিলনায়তনে ইকনোমিক্স এন্ড ব্যাংকিং বিভাগ (ইবি) আয়োজিত শিক্ষার্থীদের ১৬ তম ব্যাচের ও ২৪ তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন। বিভাগের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহছানউল্লাহ, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.), প্রফেসর ড. জাহেদ হোসাইন সিকদার।

প্রধান অতিথি বলেন, সময়ের সদ্ব্যবহার করতে হবে। এই দেশ গড়ার দায়িত্ব তরুণদেরকেই নিতে হবে। তিনি বলেন, কোন দেশ বা জাতির দয়ায় এই দেশ স্বাধীন হয়নি। তাই শিক্ষার্থীদেরকে নতজানু না হওয়ার আহ্বান জানান তিনি। তিনি সিলেবাসে সীমাবদ্ধ না থেকে প্রতিযোগিতামূলক শিক্ষা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের থিম সং প্রকাশ, কয়েক লাইন লিখেছেন ড. ইউনূস
পরবর্তী নিবন্ধরাঙামাটি পৌরসভার উন্মুক্ত স্থান রক্ষার দাবিতে মানববন্ধন