যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত

| শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে, এতে থাকা দুই বৈমানিক অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরআইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এৎড়ন১২০ঞচ প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমান বন্দরে জরুরি অবতরণের সময় গতকাল বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২টা ৫৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে। খবর বিডিনিউজের।

উড়োজাহাজটি বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে বেলা ১২টা ১৮ মিনিটে উড্ডয়ন করে। বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান এবং স্কোয়াড্রন লিডার আহম মুসা সুস্থ ও নিরাপদ আছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য বিমান বাহিনী উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসড়কের পাশের গাছে প্রভাবশালীদের কু-নজর
পরবর্তী নিবন্ধপটিয়ায় স্কুল ভবন নির্মাণে চাঁদা দাবি ও প্রকৌশলীকে মারধর, যুবক গ্রেপ্তার