যমুনা ব্যাংক কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

যমুনা ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে সম্প্রতি ‘অটোমেটেড চালান সিস্টেম, সঞ্চয়পত্র এবং বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডস ও বিলস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস ফজলুর রহমান চৌধুরী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ট্রেজারি মেহেদি হাসান কি পারসন হিসেবে কর্মসূচি পরিচালনা করেন। যমুনা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং অন্য কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক আগ্রাবাদ শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মো. শহীদুল্লাহসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা ব্যাংক নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক সাইফ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅরিন্দমের স্বজন ও সতীর্থদের স্মরণ
পরবর্তী নিবন্ধচেক প্রতারণা মামলা চট্টগ্রামের ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার