যমুনা ব্যাংকের তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

সানোয়ারা গ্রুপ অব কোম্পানীর মালিক মুজিবুর রহমানের হিসাব থেকে ৮০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগে যমুনা ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
তারা হলেন, যমুনা ব্যাংক চট্টগ্রামের জোনাল হেড মোহাম্মদ শহীদুল্লাহ, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক কাজী শামসুল হক ও এক্সিকিউটিভ অফিসার নুরুল ইসলাম। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব’র আদালতে নালিশি মামলাটি করেন মুজিবুর রহমানের পক্ষে মোখলেসুর রহমান। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। বাদীর আইনজীবী রাশেদুল ইসলাম চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে একে অপরের সহযোগিতায় তাদের ব্যাংকে পরিচালিত বাদীর বিভিন্ন প্রতিষ্ঠানের চেক ও প্যাড চুরি করেন। পরে সেগুলো ব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট সৃষ্টি করে বাদীর সাক্ষর জাল করে বাদীর হিসাব থেকে ৮০ কোটি টাকা আত্মসাৎ করেন। যা দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৯/৪৭১/১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধছাত্রলীগ নেতা ফয়সাল হত্যাকাণ্ডে ৪ আসামীর ৪ দিন করে রিমান্ড
পরবর্তী নিবন্ধ৯ কোটি ২৮ লাখ টাকায় বিক্রি হল ৩৪ বিলাসবহুল গাড়ি