যমুনা অয়েল শ্রমিক লীগের সাথে শিক্ষা উপমন্ত্রীর মতবিনিময়

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:৫০ পূর্বাহ্ণ

দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। তিনি গত রোববার সকাল ১১টায় চশমাহিলে তাঁর বাসভবনে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এই আহবান জানান। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উপমন্ত্রী বলেন, দলের মধ্যে বহিরাগত ঢুকে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। কোনো অযুহাতে তেল বিপণন/বিতরন যাতে বিঘ্নিত না হয় তিনি সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এ সেক্টর যেন কতিপয় মাফিয়ার হাতে জিম্মি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি এ সেক্টরকে দুর্নীতিমুক্ত রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ, যমুনা অয়েল শ্রমিক লীগের আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ ছগীর, গোলাম ছারওয়ার, মোয়াজ্জেম হোসেন, মো. আবদুল মতিন, মো. ইউচুফ, মো. নুরুল আজম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্ষককে গ্রেপ্তারের সাথে সাথে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধএখন থেকে ইউনিয়নেই পাওয়া যাবে পুলিশের সেবা