যমুনা অয়েলের সিবিএ সভাপতি আবুল হোসেন গ্রেপ্তার

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১০:১৫ অপরাহ্ণ

যমুনা অয়েল কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) বিকেলে নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসের জিয়া।

পুলিশ জানায়, আবুল হোসেন মোটরসাইকেল যোগে সিমেন্ট ক্রসিং এলাকা দিয়ে যাচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামির হোসের জিয়া বলেন, তার বিরুদ্ধে থানা ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাইলস্টোন দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাঙামাটির সন্তান উক্য চিং মারমা
পরবর্তী নিবন্ধছেলের চুরি করা মোটরসাইকেল বিক্রি করেন বাবা!