যমুনা অয়েল কোম্পানির বার্ষিক সাধারণ সভা

| বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২১ পূর্বাহ্ণ

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৪৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক কওছার জহুরা, মো. সামসুল আলম ভূঁইয়া, .নূরুন্নাহার চৌধুরী, কবীর মাহমুদ, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, সালেহ আহমেদ খসরু, মুস্তফা কুদরুতইলাহী ও মো. মাসুদুল ইসলাম। গত ৩০ জুন ২০২৪ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর সাধারণ শেয়ারহোল্ডারগণ অনলাইনে মতামত প্রকাশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। কোম্পানির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদ স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুতইলাহী কোম্পানির কর্মপরিকল্পনার উপর বক্তব্য ও শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সভায় ২০২৩২০২৪ অর্থবছরের জন্য ১৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষনা, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অন্যান্য আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাবের সামনে নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধজাতীয় ভোটার দিবস আগামী ২ মার্চ