সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত অন্যতম নাটক ‘যমজ’। এ সিরিজের প্রথম নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর জনপ্রিয়তা বিবেচনা করে নির্মিত হয়েছে ১৪টি সিক্যুয়েল। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে নাটকের ১৫তম সিক্যুয়েল। এবার নাটকটিতে যুক্ত হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। আর এর মাধ্যমে ফারিয়া শাহরিনের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।
উচ্ছ্বাস প্রকাশ করে ফারিয়া শাহরিন বলেন, সাদা মানুষ নাটকের পর অনেকদিন ধরে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা কথা থাকলেও দুজনের সময় মিলছিল না। অবশেষে বড় আয়োজনে ‘যমজ ১৫’ নাটকে একসঙ্গে কাজ করতে যাচ্ছি। আমি দারুণ খুশী। আগের সিক্যুয়েলের মতো ‘যমজ ১৫’ নাটকটিও রচনা করেছেন নির্মাতা-অভিনেতা কচি খন্দকার। নাটকটি পরিচালনা করছেন আজাদ কালাম। আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ঈদুল ফিতরে আরটিভিতে প্রচার হবে এটি। এরপর ইউটিউবেও মুক্তি পাবে এটি।