যদি জীবন পাল্টে যায়

জুলফিয়া ইসলাম | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বিশ্বের প্রযুক্তিখাতে ছাঁটাই চলছে। এর একটি ভালো দিক নির্দেশনা হচ্ছে মানুষ তার পূূর্বজীবনে ফিরে যাবে। আবারও কৃষি খাতে মানুষ হাত লাগাবে। বিষমুুক্ত খাবার পাবে।এছাড়া অনলাইন বাদ দিয়ে ছেলেমেয়েরা আবার বইয়ের প্রতি মনযোগী হবে। মেধা চর্চা বৃদ্ধি পাবে, ধৈর্য বাড়বে, রাগ কমবে আর চিন্তার গভীরতা বিস্তৃতি লাভ করবে। ছেলে মেয়েরা মাঠে-ঘাটে খেলাধূলা করবে। এটি তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটাবে।
কারণ প্রতিটি বিষয়েরই ভালো ও মন্দ দিক আছে। এটির হচ্ছে একটি ইতিবাচক দিক। এতে করে আমাদের আগামী প্রজন্ম সুন্দর জীবন ফিরে পাবে।
ওদের শৈশব আবার ফিরে পাবে। যদি তাই হয়ে থাকে তবে মন্দ কি? সবার জন্য অনেক শুভ কামনা।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকের মর্যাদা
পরবর্তী নিবন্ধস্মরণ : ছিদ্দিক আহমদ মাস্টার