যথাসময়ে কাজ শেষ না হলে ঠিকাদারের তালিকা প্রকাশ করুন

চসিক প্রকৌশলীদের বৈঠকে সুজন

| বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর, ২০২০ at ৬:১১ পূর্বাহ্ণ

নগরীতে চসিকের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করতে প্রকৌশলী ও ঠিকাদারদের তাগিদ দিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার বিকেলে আন্দরকিল্লায় পুরনো নগর ভবনের কে বি আবদুস ছাত্তার মিলনায়তনে চসিকের প্রকৌশল বিভাগের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সুজন বলেন, নগরীর পিসি রোডসহ যেসব স্থানে চসিকের উন্নয়নকাজ চলমান আছে, তা যথাসময়ে সম্পন্ন না করলে কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে জনসম্মুখে প্রকাশ করুন। কোনো অপেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন দ্বিতীয়বার সরকারি ও সেবামূলক সংস্থার কাজ করতে না পারে। প্রশাসক সকল ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্পের স্থানে বিস্তারিত ও কাজ শেষ করার সময়সূচি উল্লেখপূর্বক সাইনবোর্ড লাগানোর পরামর্শ দেন।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় দেশে আরো ২২ মৃত্যু, ১২৩৫ রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ১২৬