যথাসময়ে সংসদ নির্বাচনের তফসিল, গুজবে কান নয় : ইসি

| রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৪:৪০ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব বলছে নির্বাচন কমিশন; এ নিয়ে বিভ্রান্ত না হতেও অনুরোধ তাদের।

তফসিল ঘোষণার আগেই ভোটের তারিখ নির্ধারণের ওই ফেসবুক পোস্টদাতা ‘রটনাকারীদের’ খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হতে পারে বলে আভাস এসেছে ইসির তরফ থেকে; বলা হয়েছে তফসিল হতে পারে নভেম্বরে। সেই অনুযায়ী বিভিন্ন ধরনের প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। খবর বিডিনিউজের।

গত শুক্রবার ফেসবুকে ভোটের তারিখ ও তফসিল নিয়ে নানা তথ্য এসেছে। এতে আগামী ২৩ ডিসেম্বর ভোট এবং আগামী ৯ নভেম্বর তফসিল ঘোষণাসহ মনোনয়নপত্র সংক্রান্ত অন্যান্য তারিখ ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আহসান হাবিব সাংবাদিকদের বলেন, এটা শতভাগ গুজব। এই তথ্যের কোনো সত্যতা বা ভিত্তি নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ গুজবে কেউ যাতে বিভ্রান্ত না হয় আমি সেই অনুরোধ জানাব। কোন উদ্দেশে কে বা কারা এমন ভুল ও বানায়োট তথ্য প্রচার করছে তা নিয়ে ইসির ধারণা নেই বলেও মন্তব্য তার। তবে যথাযথ কতৃপক্ষ অবশ্যই তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

আহসান হাবিব বলেন, আমরা নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছি সেটা লক্ষ্য রেখে কাজ চলছে। রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে কমিশন তফসিল ঘোষণা করবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে বলে আশা করা যায়, যোগ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বাস-টেক্সি মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
পরবর্তী নিবন্ধচুয়েটে প্রথম ‘জাতীয় গবেষণা মেলা’ কাল