নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার আগে প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, বাঙালি নর–নারীরা প্রতিরোধে এগিয়ে এসে দীর্ঘ নয় মাস হানাদারদের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে। আজ সেই স্বাধীনতা দিবস। রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে, সামগ্রিক অগ্রগতি ও সামগ্রিক মুক্তির যে–চিন্তাটা সেটা যদি ধারণ করি, তাহলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক অমল ভূষণ নাগ, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান হোসেন মুরাদ ও লাইব্রেরিয়ান কাউসার আলম।
চট্টগ্রাম মহানগর এলডিপি : চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর এলডিপির আহ্বায়ক সৈয়দ গিয়াসউদ্দিন আলম। মহানগর উলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম আল কাদেরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোতোয়ালি থানা এলডিপির সাধারণ সম্পাদক ইকরামুল করিম ইমন, খুলশী থানার সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিএম সাইদুল হক, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করিম মিয়া প্রমূখ। আরও বক্তব্য রাখেন মো. নুরুল আমিন, মো. এ কে নয়ন, মো. মোর্শেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ হারুন হায়দার, মো. রায়হান উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাদ্দাম, সোলায়মান, মো. মোশারফ হোসেন, মোহাম্মদ আসলাম, রাশেদ, মোহাম্মদ আলী, মো. রুবেল, মোহাম্মদ নেসার, মোহাম্মদ জলিল প্রমুখ। সভা শেষে নুরুল আমিনের পক্ষ থেকে বিভিন্ন থানা সভাপতি ও সাধারণ সম্পাদককে ঈদ উপহার প্রদান করা হয়।
বিজয়’৭১ : বিজয়’৭১ এর উদ্যোগে ২৬ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে সকাল ৮টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ১০টায় জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন, বিকেল ৩টায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমিতে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ছোট ছোট শিশুদের নিয়ে স্বাধীনতা বিষয়ভিত্তিক বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মাঝে পুরস্কারের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নীলরতন দাশগুপ্ত। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা লায়ন ডা. আর.কে রুবেল। অনুষ্ঠান উদ্বোধন করেন স্থায়ী কমিটির কোচেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। এতে বক্তব্য রাখেন মিলন আচার্য্য, ডা. মুজিবুল হক চৌধুরী, নীলা বোস, সুকুমার চৌধুরী, ইসমাইল হোসাইন, খালেদা আক্তার চৌধুরী, আঁচল চক্রবতী। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সুপ্রিয়া লাকী, সংগীত শিল্পী লিজা। সংগঠনের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ডা. শ্যামল সেন, শংকর বড়ুয়া, জনি পাল প্রমুখ।
চুয়েট : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নানা অনুষ্ঠানমালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধে চুয়েট ক্যাম্পাসে শহীদদের কবরেও পুষ্পস্তবক অর্পন করা হয় এবং কবর জেয়ারত ও দোয়া করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েট এর পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ.রাশেদুল হোসেন, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।
ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় : ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাজিয়া আফরিন কুহেলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম ফতেয়াবাদী, সেবিকা মূখার্জী, শওকেতর রহমান, শিখা রাণী দেবী, লায়ন রিমন কান্তি মুহুরী, শহীদুল ইসলাম, শারমিন সুলতানা, পুতুল রাণী নাথ, আজিজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজ : ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর কলেজ অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অফিস সহায়ক মোহাম্মদ রাশেদ। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শিরীন আক্তার বেগমের বক্তব্যের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। এতে অংশ নেন, ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সহিদুল্লা, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন। মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আসলাম রেজা ও দর্শন বিভাগের প্রভাষক ফয়জুন নেছা রিংকি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলীম চৌধুরী।