বিশ্ব শান্তি ও নৈতিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তাফা (দ.) এর ইহজগতে আবির্ভাব দিবস ৫৭০ ইংরেজি ২৯ আগস্ট স্মরণে নবী দিবস উদযাপন পরিষদের আয়োজনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস (দ.)’।
গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে চট্টগ্রাম দরবার শরীফে কোরান খতম, জিকির, কিয়াম, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন দরবারের আওলাদেপাক ও সর্বস্তরের আশেকে রাসুল (স.) স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রাতে আগত আশেকে রাসুলদের (দ.) উদ্দেশ্যে তকরির পেশ করেন মহান নবী দিবসের উদ্যোক্তা, দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)।
এতে নবীর (স.) আগমনী দিন ও এর গুরুত্ব সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন কুমিল্লা রাজাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আল্লামা দলিলুর রহমান রাজাপুরী (মাজিআ), আল আমিন বারীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল সুফী হাফেয ছৈয়্যদ আবদুল বারী শাহ (রা🙂 এর দৌহিত্র শাহজাদা মৌলানা সৈয়দ মুহাম্মদ আশেকুল বারী (মা.)।
আয়োজকরা জানান, বন্যা পরিস্থিতি বিবেচনায় ও বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তার জন্য এবার স্বল্প পরিসরে বোয়ালখালীর কধুরখীলে দরবারের পরিমণ্ডলে এ আয়োজন করা হয়। এছাড়া দেশ–বিদেশের নবী প্রেমিক ও আশেকবৃন্দ নিজ নিজ স্থানে নবী দিবস উপলক্ষে মাহফিলের আয়োজন করেন। প্রেস বিজ্ঞপ্তি।