চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে ‘রিসার্চ মেথডলজি অ্যান্ড পাবলিকেশন স্ট্রাটেজি’ শীর্ষক বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষকদের অনলাইন ওয়ার্কশপের সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার দুপুর ১২টায় চবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক।
উপ-উপাচার্য বলেন, পারষ্পরিক জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে নব নব জ্ঞান সৃষ্টিতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা চবির তরুণ শিক্ষক-গবেষকবৃন্দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক গবেষকবৃন্দ যেমন তাঁদের জ্ঞান ভান্ডারকে অধিকতর সমৃদ্ধ করার সুযোগ পান তেমনি তাঁদের প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে তাঁরা অধিকতর দক্ষতার সাথে গবেষণা প্রস্তাব তৈরি, গবেষণা কর্ম সম্পাদন, রিপোর্ট প্রস্তুত, রিভিউ কার্যক্রম, গবেষণা প্রবন্ধ প্রস্তুত ও তা প্রকাশনার ব্যবস্থা গ্রহণ করতে পারেন যা চূড়ান্তভাবে আলোকিত মানবসম্পদ তথা জ্ঞান নির্ভর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখে। পরে উপ-উপাচার্য প্রশিক্ষণ প্রদানকারী শিক্ষকদের এপ্রিসিয়েশন লেটার প্রদান করেন এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। প্রফেসর ড. অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ তারিকুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর ড. মো. সাহিদুর রহমান, প্রফেসর ড. নাসির উদ্দিন, প্রফেসর ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ এবং প্রফেসর সুকান্ত ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।