যথাযথ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

জানালেন ভেনেজুয়েলার তেলভাণ্ডার নিয়ে পরিকল্পনার কথা

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৩:২৬ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ক্ষমতার ‘নিরাপদ, যথাযথ ও সুবিচারপূর্ণ পরিবর্তন না করতে পারা পর্যন্ত’ ভেনেজুয়েলা ‘পরিচালনা করবে’ যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা জানান। নিজের মারলাগো স্টেটে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার ‘অংশীদারিত্ব’ দেশটির জনগণকে ‘ধনী, স্বনির্ভর ও নিরাপদ’ করবে। তিনি আরও বলেন, এতে যুক্তরাষ্ট্রে বসবাস করা ভেনেজুয়েলানরা অত্যন্ত সন্তুষ্ট হবে। তারা আর দুর্ভোগ পোহাবে না।

ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে ‘অবৈধ স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন। ‘বিপুল পরিমাণ অবৈধ ওষুধ’ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য মাদুরোকে দায়ী করেন তিনি।

মাদক চক্রের সঙ্গে সম্পর্ক থাকা ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের চক্রকে বোঝাতে শিথিলভাবে সংজ্ঞায়িত নাম ‘কারতেল দে লোস সোলেস’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র। বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা ‘কারতেল দে লোস সোলেস’ মাদুরোই ‘পরিচালনা করতেন’ বলে অভিযোগ ট্রাম্পের। এর আগে ওয়াশিংটনের এ অভিযোগ মাদুরো তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন।

ট্রাম্প আরও জানিয়েছেন, ভেনেজুয়েলার জ্বালানিভাণ্ডার দখলের জন্য শীঘ্রই মার্কিন তেলের কোম্পানিগুলিকে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সংস্থাগুলি এই প্রকল্পে কোটি কোটি ডলার ব্যয় করবে। তিনি বলেন, ‘আমাদের বৃহত্তম তেলসংস্থাগুলি এখানে আসবে এবং কোটি কোটি ডলার ব্যয় করবে। তারা ভেঙে পড়া জ্বালানি ব্যবস্থার মেরামত করবে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে।’

পূর্ববর্তী নিবন্ধআমেরিকার এই ডেল্টা বাহিনী কী?
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রীসহ তুলে নিয়ে গেল আমেরিকা