চট্টগ্রামে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা। পত্রিকার সূত্র থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে অনেক রোগী শনাক্ত হয়েছে, পাশাপাশি ওমিক্রনও হানা দিচ্ছে। কিন্তু আমাদের যেন উৎসবই থামছে না, ফেসবুকের পাতা খুললেই চোখে পড়ে সবাই সমুদ্র পাহাড় দেখতে ব্যস্ত। বিয়ের ধুম ধারাক্কা লেগেই আছে। নানা জায়গায় পিঠা উৎসব থেকে শুধু করে ধর্মীয় উৎসব চলছে। বাড়ির ছাদে কিংবা রেস্তোরাঁয় বন্ধুরা সবাই মিলে শীতের বারবিকিউ পার্টি করছে। স্কুল কলেজের ছেলে মেয়েদের পুরোদমে কোচিং চলছে। সবকিছুই ঠিক আছে কিন্তু নব্বই ভাগ মানুষের মুখে মাক্সের বালাই নেই। বাসে, ট্রেনে, হিউম্যান হলারে অর্ধেক যাত্রী নেয়ার কথা থাকলেও তা কেউ মানছেন না। ইচ্ছেমতো গাদাগাদি করে যে যার মতো গন্তব্যে যাচ্ছে। কাঁচা সবজি বাজার কিংবা মাছের বাজারে গেলে কোন দোকানী কিংবা কয়েকজন ক্রেতা ছাড়া কারো মুখে মাক্স নেই। মোটামুটি যারা টিকা পেয়েছেন তারা মনে করছেন যে আমরা যারা টিকা নিয়েছি তাদের কখনোই করোনা হবে না। কিন্তু আমার পরিচিতজনদের মধ্যে এমনও শুনেছি যে বুস্টার ডোজ নেয়ার পরেও অমিক্রণ হয়েছে। তাই এ মুহূর্তে আমাদের সচেতন থাকাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। গত বছরও আমরা করোনাটাকে ঠিক তেমনভাবে পাত্তা দেইনি, যার ফলস্বরূপ চট্টগ্রামে বহু মানুষ মারা যায়। তাই গত বছরের ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের এই বছর শিক্ষা নিতে হবে। আমাদের অসচেতনতা আর ভুলের জন্য আমরা যেমন আক্রান্ত হই তেমনি আমাদের আপনজনকেও মৃত্যুর মুখে ঠেলে দিই। তাই এ ব্যাপারে সংবাদ মাধ্যম বেতার টেলিভিশন এবং পরিবারের কঠোর ভূমিকা নেয়া অত্যন্ত জরুরি। যেহেতু শহরে বেশী মানুষের ঘনবসতিপূর্ণ বাস, তাই স্থানীয় কমিশনার ও কাউন্সিলর যার যার এলাকায় যথাযথ পদক্ষেপ নিতে হবে। দরকার হলে প্রশাসনকে সাহায্য নিয়ে হলেও মাক্স পরা বাধ্যতামূলক করতে হবে। যারা মাক্স পরবে না সাথে সাথে তাদের জরিমানার ব্যবস্থা নিতে হবে। এখনি যদি গুরুত্ব সহকারে কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে খুব শীঘ্রই মহামারী ভয়াবহ আকার ধারণ করবে। লেখক: কবি–আবৃত্তিকার