যথাযথ কুরআন চর্চার অভাবে সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে

দরসুল কোরআন মাহফিলে আল্লামা জুবাইর

| রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

শায়খুল ইসলাম অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মানবজাতির ইহ ও পরকালীন শান্তি এবং মুক্তির একমাত্র গাইড পবিত্র কোরআন। যেটির পঠনপাঠনসহ সর্বক্ষেত্রে নিহিত রয়েছে কেবলই কল্যাণ। যেটি অবতীর্ন হওয়ার পর থেকে অদ্যাবধি অবিকৃত ও অবিতর্কিত। কোরআনের যথার্থ চর্চা উপেক্ষিত হওয়ায় ক্রমাগত জঙ্গিবাদসহ বিভিন্ন ফেতনা বৃদ্ধি পাচ্ছে। তাই মুসলিম মিল্লাতের মধ্যে পবিত্র ঐশীগ্রন্থের সঠিক চর্চা ও অনুশীলনের কোনো বিকল্প নেই। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীনের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৪টায় ১৮তম পবিত্র দরসুল কোরআন মাহফিলে প্রধান দরসকারী হিসেবে তিনি এ কথা বলেন। সংগঠনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. অধ্যাপক আল্লামা এ এস এম বোরহান উদ্দীন। স ম হামেদ হোসাইন ও এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের যৌথ সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, অ্যাড. আবু নাছের তালুকদার, এম সোলায়মান ফরিদ, আল্লামা এনামুল হক সিকদার, এস এম সিরাজ উদ্দিন তৈয়বী, এইচ এম মুজিবুল হক শুক্কুর, ড. এইচ এম নুর হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, মাওলানা সৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর তারেক সোলেমান স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধডা. ক্যাপ্টেন আবুল কাশেমের মৃত্যুবার্ষিকী আজ