চট্টগ্রাম বন্দরের আওতাধীন নিউমুরিং এলাকায় অবস্থিত এমপিবি ও এনসিটি। এই দুটি প্রতিষ্ঠানে প্রতিদিন বহু কন্টেইনার লোড-আনলোড হয়। বলা যায়, চট্টগ্রাম বন্দরের এই দুটি প্রতিষ্ঠান বিশ্বে ব্যাপক পরিচিত। এই এমপিবি ও এনসিটি দুটি প্রতিষ্ঠানের প্রধান গেইটের সামনা-সামনি অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়। যা সত্যিই দুঃখজনক। কারণ এ রকম বিশ্ব মানের দুটি প্রতিষ্ঠানের সামনে ময়লার ভাগাড়/ স্তূপ কোনভাবেই কাম্য নয়। কারণ এতে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। এছাড়া পরিবেশ নষ্ট হওয়ার কারণে আশে-পাশের মানুষও যথেষ্ট স্বাস্থ্যহানির ঝুঁকিতে পড়ে। আশা করি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি সুবিবেচনা করে এই ময়লার ভাগাড়/স্তূপের স্থান অন্যত্র স্থানান্তর করার সুব্যবস্থা করবেন।
মোঃ মনিরুল হক (মনি), দক্ষিণ হালিশহর, নিউমুরিং, চট্টগ্রাম।