যত দ্রুত সম্ভব সব রাস্তাঘাট মেরামত করে দেয়া হবে

ক্ষতিগ্রস্ত নালা-খাল পরিদর্শনে মেয়র

| রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

প্রবল বর্ষণ ও পানির তোড়ে ক্ষতিগ্রস্ত খালনালা ও রাস্তাঘাট পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, যত দ্রুত সম্ভব সমস্ত রাস্তাঘাট যথাযথভাবে সংস্কার ও মেরামত করে দেয়া হবে। সকল ওয়ার্ডের কাউন্সিলরসহ সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত জরিপ সম্পন্ন করে কাজ শুরু করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। সেই মোতাবেক অধিক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা সংস্কারের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। অচিরেই অন্যান্য সকল রাস্তা ও গলিপথেরও কাজ শুরু করে দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।

গতকাল শনিবার চান্দগাঁও এলাকায় ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. এসরারুল হক, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মেয়র বলেন, আমরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের মধ্যে রয়েছি। তাই প্রাকৃতিক বৈরিতা আমাদের পিছু ছাড়ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্টের উচ্চতা দিনদিন বেড়ে চলেছে। আবার কর্ণফুলী নদীর তলদেশ ভরাট হয়ে নাব্যতা হারাচ্ছে প্রতিনিয়ত। অতিরিক্ত পলিথিনের কারণে ড্রেজিং কাজ দুরূহ হয়ে পড়েছে। এজন্য আমাদের অসচেতনতাই অনেকটা দায়ী। আমাদেরকে প্রিয় নগর ও এর পরিবেশ সংরক্ষণে আরো অনেক বেশী নাগরিক সচেতনতার পরিচয় দিতে হবে। দুর্ভোগ কেটে গেলে আমরা তা খুব সহজেই ভুলে বসে থাকি। আমরা আমাদের বর্জ্যসমূহ সঠিক স্থানে না রেখে যত্রতত্র ফেলে দিয়ে কিংবা খাল নালায় নিক্ষেপ করে পানি প্রবাহকে রুদ্ধ করে ফেলি। সিটি কর্পোরেশনের কর্মীরা বারবার পরিষ্কার করার পরও পুনরায় নানান বর্জ্য পলিথিনে নালা ভরাট হয়ে যায়। আবার বৃষ্টি হলে বিক্ষিপ্তভাবে ছুড়ে ফেলা ময়লা, আবর্জনা ও বর্জ্য খাল নালায় গিয়ে ব্রিজ, কালভার্ট এবং গ্যাস ও ওয়াসাসহ বিভিন্ন সেবা সংস্থার দ্বারা স্থাপিত পাইপ লাইনের সঙ্গে আটকে গিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত করে। তদুপরি, নানা সময়ে নির্বিচারে বৃক্ষ নিধন করে নগরের পাহাড়গুলোকে ন্যাড়া করে দেয়া ও পাহাড়ের মাটি কাটার ফলে পাহাড় থেকে প্রচুর বালি ও মাটি বৃষ্টির পানির সাথে নালায় এসে পড়ে। নির্মাণ কাজের অব্যবহৃত বালি যথাযথভাবে আটকে রাখার ব্যবস্থা না করার ফলেও সেগুলো নালায় নেমে যায়। এরমধ্যে আরো যুক্ত রয়েছে সিডিএ কর্তৃক বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের কাজের খাতিরে বিভিন্ন খালের নানা স্থানে দেয়া বাঁধ। তাই আমি নাগরিক সমাজকে আরো সচেতন হওয়ার জন্য এবং অন্যান্য সেবা সংস্থাকে যথাযথ সমম্বয় বজায় রাখার আহ্বান জানাই।

পূর্ববর্তী নিবন্ধঢাকা কেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসতে হবে : ভূমিমন্ত্রী
পরবর্তী নিবন্ধটোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলেন প্রধানমন্ত্রী