‘যত জংলা পাখির ভিড়ে’

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

মূলত বিজ্ঞাপন নিমার্ণেই গত ১৫ বছর ধরে কাজ করছেন রাসেল জায়েদী। শখের বসে নাটক, টেলিফিল্ম নির্মাণের অভিজ্ঞতাও রয়েছে। তবে এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এই নির্মাতা। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ‘যত জংলা পাখির ভিড়ে’ নামে চলচ্চিত্রটির শুটিং শুরু হতে যাচ্ছে ১২ অক্টোবর থেকে। সিরাজগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হবে বলে জানান জায়েদী। খবর বাংলানিউজের।
একটি উপজেলা শহরের মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষের জীবনের প্রেম, জীবিকা আর জাত-পাত নিয়েই এই চলচ্চিত্রের গল্প তৈরি হয়েছে। ওয়ান জিরো জিরো লিমিটেডের ব্যানারে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, অশোক ব্যাপারি, লুসি তৃপ্তি গোমেজ, আশরাফুল আশিষ, খালিদ মাহমুদ তুর্য, প্রিয়াম অর্চি, জিসান, ইকবাল আহমেদ, সন্দীপ রয়, মামুন বিশ্বাস প্রমুখ। রাসেল জায়েদী বলেন, আমরা সাধারণ মানুষের গল্প বলার চেষ্টা করছি আমাদের সিনেমায়। মানুষের মনে যেন দাগ থেকে যায় সেরকম কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছি। যেহেতু আমার প্রথম সিনেমা তাই চ্যালেঞ্জটাও বেশি।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের শাস্তি সম্পর্কে শাওন যা বললেন
পরবর্তী নিবন্ধক্যান্সারের কাছে পরাজিত গিটারিস্ট ভ্যান হ্যালেন