যত্রতত্র বাস থামিয়ে প্রতিবন্ধকতা, নাজিরহাটে চালককে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়ে নির্ধারিত স্থান ছাড়া অন্য স্থানে বাস থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ১ বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে নির্ধারিত স্থান ব্যতীত অন্য স্থানে বাস থামিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মো. আবুল কাশেম নামে এক বাসচালককে আটক করা হয়। পরবর্তীতে বাসচালক তার অপরাধ স্বীকার করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

এ ব্যাপারে এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন বলেন, গত ২৯ জুলাই ঝংকার মোড়ে অভিযান চালিয়ে মূল সড়কের মোড় থেকে ১৫০ ফুট দূরে দাঁড়ানোর জন্য গাড়ি পার্কিংয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অমান্য করায় একজন চালককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বন্যা, পাহাড় ধস
পরবর্তী নিবন্ধশিম গাছের সাথে এ কেমন শক্রতা